ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকায় উইকেটের কাভারই সরানো যায়নি, টসও হয়নি। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে ১-১ সমতায় শেষ হলো ২০ ওভারের সিরিজ।
১১ সেপ্টেম্বর সাউদাম্পটনে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ২৮ রানে এবং ১৩ সেপ্টেম্বর কার্ডিফের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়ে জয় পায় তিন উইকেটে।
নটিংহ্যামে আগামী ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের ম্যাচগুলো যথাক্রমে ২১ সেপ্টেম্বর লিডসে, ২৪ সেপ্টেম্বর চেস্টার-লি-স্ট্রিটে, ২৭ সেপ্টেম্বর লর্ডসে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিস্টলে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির।
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর। ১৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করা হলেও ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে কিনা সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই ইতিমধ্যেই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়ে রেখেছে। যেমনটি তারা করেছিলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটে। ওই বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টম্বর পর্যন্ত অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তান হলেও টুর্নামেন্টের উদ্বোধনসহ কয়েকটি ম্যাচই কেবল পাকিস্তানে হয়েছিলো। হাইব্রিড মডেলে পরের দিকের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিলো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















