প্রথমে বিদ্যুণ বিভ্রাট পরে কয়েক দফা বৃষ্টি। সব মিলিয়ে সিলেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। এই ম্যাচেও হাফ সেঞ্চুরি করেন লিটন কুমার দাস। ফলে সিরিজ সেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচে কয়েকদফা বৃষ্টি বাধার পরও খেলা হয়েছে ১৮ ওভার দুই বল। বাংলাদেশ চার উইকেটে ১৬৪ রান সংগ্রহ করার পর আবারও বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে আর খেলাই শুরু করা যায়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সংক্ষিপ্ত স্কোর:
টস : নেদারল্যান্ডস
বাংলাদেশ : সাইফ হাসান ১২, লিটন দাস ৭৩, তাওহীদ হৃদয় ৯, শামিম পাটোয়ারি ২১, জাকের আলী ২০ (অপ:), নুরুল হাসান ২২ (অপ:) ও অতিরিক্ত ৭ রান। কাইল ক্লেইন ৫৩/৩, টিম প্রিঙ্গল ১৮/১।
