নিম্নচাপের কারণে ঝড় এবং মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা মাঠে গড়ায়নি। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তে টসের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে ‘১০ম প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’ ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল।
টস ভাগ্যে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল আর রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ।
এবারের আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের ব্যাটার আফনান ইন্তেহাদ। ৩ ইনিংসে প্রায় ৬৯ গড়ে ডানহাতি এই ব্যাটার করেছেন ২০৬ রান। সমানসংখ্যক ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট বোলার বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আকাশ রায়ের। বল হাতে দারুণ পারফর্ম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও আকাশ করেছেন ১২৭ রান।
চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে দেয়া হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। রানার আপ দল পেয়েছে ১ লাখ টাকা।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় অধিনায়ক ও গেম ডেভেলপমেন্টের হেড অবা অপারেশন্স হাবিবুল বাশার সুমন ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাসকিন আহমেদ। প্রাইম ব্যাংক পি.এল.সির পক্ষে উপস্থিত ছিলেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল এবং সৈয়দ রায়হান তারিক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














