বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ১০৭/৩

ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। কানপুরের ম্যাচটিতে বৃষ্টির কারণে টস এক ঘণ্টা দেরিতে হয় এবং দিনের শেষে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে।

বৃষ্টির কারণে পিচ ভেজা থাকায় ভারত টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এটি ২০১৫ সালের পর থেকে প্রথমবার ছিল যখন ভারত নিজেদের মাটিতে টেস্টে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক রোহিত শর্মা জানান, পিচ কিছুটা নরম এবং ঘাস বেশি থাকায় সিমাররা সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তিন স্পিনার নিয়ে মাঠে নামে।

জসপ্রীত বুমরাহ প্রথম তিন ওভারে কোনো রান দেননি কিন্তু উইকেটও পাননি। মোহাম্মদ সিরাজও শুরুতে সাফল্য পাননি। তবে, নবম ওভারে আকাশ দীপের বোলিংয়ে ভারত প্রথম উইকেটের দেখা পায়। তার তৃতীয় বলেই জাকির হাসান গালিতে ইয়াসস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। টিভি আম্পায়ারের পর্যবেক্ষণে দেখা যায় ক্যাচটি সঠিকভাবে ধরা হয়েছে।

এরপর আকাশ দীপ আবার আঘাত করেন। শাদমান ইসলামের প্যাডে বল লাগায় এলবিডব্লিউর জন্য আবেদন করা হয়, যা মাঠের আম্পায়ার নাকচ করেন। কিন্তু ডিআরএসের সিদ্ধান্তে দেখা যায় বল সরাসরি লেগ স্টাম্পে আঘাত করত এবং শাদমান আউট হন।

বাংলাদেশের হয়ে মুমিনুল হক ৪০* এবং নাজমুল হোসেন শান্ত ৩১ রান করেন। তবে বৃষ্টির কারণে দিনের খেলা আর এগোয়নি।

Exit mobile version