বৃষ্টি, পরবর্তীতে ভেজা মাঠের কারণে খেলা শুরুর করতে গিয়ে লম্বা সময়ের অপেক্ষার পর ম্যাচ বাতিলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন আম্পায়াররা। পরে নাটকীয়ভাবে ইংল্যান্ড ও নামিবিয়ার ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
১০ ওভারের ম্যাচে বৃষ্টি আইনে নামিবিয়াকে ৪১ রানে হারায় ইংল্যান্ড। বাঁচিয়ে রাখে সুপার এইটে খেলার সম্ভাবনা। এখন স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তবেই কেবল গ্রুপ থেকেই বিদায় নিবে বর্তমান চ্যাম্পিয়নরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড ১২২ রান করলেও নামিবিয়ার সামনে টার্গেট দাঁড়ায় ১২৬ রান। জবাবে খেলতে নেমে ৩ উইকেটে ৮৪ রানেই সন্তুষ্ট থাকতে হয় নামিবিয়াকে।
অ্যান্টিগার নর্থ সাউন্ডে, স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে চরম নাটকীয়তায় ভরা ম্যাচে টস হেরে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয় ওভারেই ইংলিশ অধিনায়ক জস বাটলারের স্ট্যাম্প উপড়ে ফেলেন রুবেন ট্রাম্পেলম্যান। তৃতীয় ওভারের প্রথম বলে আরেক ওপেনার ফিল সল্টকে আউট করেন ডেভিড উইজে।
শুরুর ধাক্কা কাটিয়ে নামিবিয়ার ওপর চড়াও হন জনি বেয়ারস্টো ও হ্যারি ব্রুক। দলীয় ৬৮ রানে আউট হওয়ার আগে ১৭২.২২ স্ট্রাইক রেটে ১৮ বল খেলা বেয়ারস্টোর নামের পাশে যোগ হয় ৩১ রান। ইংলিশরা পরে আরও দুই উইকেট হারালেও ২০ বল থেকে ইনিংস সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত ছিলেন হ্যারি ব্রুক।
আউট হওয়ার আগে মঈন আলী ৬ বলে ১৬ ও লিয়াম লিভিংস্টোন ৪ বলে ১৩ রান করেন। নামিবিয়ার পক্ষে দুই ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট পান রুবেন ট্রাম্পেলম্যান। একটি করে উইকেট পেয়েছেন ডেভিড উইজে ও বেরনার্ড স্কোল্টজ।
লক্ষ্যটা বড় হলেও নামিবিয়ার দুই ওপেনার মাইকেল ভ্যান লিংজেন ও নিকোলাস ডেভিন মেরে খেলার চেষ্টা করেন। কিন্তু যেভাবে প্রয়োজন ছিলো সেভাবে আর পেরে ওঠেননি। ফলে ৪১ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। লিংজেন ৩৩, ডেভিন ১৮ ও ডেডিড উইজে ১২ বলে ২৭ রান করেন।
এই জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে টপকে বি-গ্রুপে টেবিলের দুইয়ে উঠে এলো ইংল্যান্ড।
সেন্ট লুসিয়ায় এ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। ম্যাচে জয় পেলে অথবা পরিত্যক্ত হলেও এক পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে যাওয়ার সুযোগ আছে স্কটল্যান্ডের সামনে।