নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যাওয়ার পরও তিনি মনোবল হারাননি, নিজের সাথে নিজেই লড়াই করে গেছেন, তার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ হওয়ার প্রধান কারণ দেশের খেলা থেকে লীগ খেলাকে প্রাধান্য দেওয়া, কিন্তু দলের প্রয়োজনের কথা চিন্তা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড শেষ মুহুর্তে ট্রেন্ট বোল্টকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করে।
এখন দেখার বিষয় ট্রেন্ট বোল্ট কি আস্থার প্রতিদান দিতে পারেন কি না? তার নামের প্রতি সুবিচার করে নিউজল্যান্ডকে তার বহুল আরাধ্য বিশ্বকাপ ট্রফি এনে দিতে পারে কি না? বিশ্বকাপে অলটাইম ফেবারিট নিউজিল্যান্ড এই পর্যন্ত আট সেমিফাইনাল ছাড়াও ও দুটি ফাইনালে খেলেছে। ২০১৫ সালে মেলবোর্নের ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে একতরফা ফাইনালে হারলেও ২০১৯ লর্ডসের ফাইনালে শেষ বলে হেরেছে। ঐ ম্যাচটি বলা হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জমজমাট ফাইনাল।
বলা হচ্ছে, বড় বড় ম্যাচগুলোতে ডেথ ওভারের বোলিং তাদের ভোগায়। সেদিক থেকে নিউজিল্যান্ডের বর্তমান দলটার পেসাররা ডেথ ওভারেও প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছড়ায়। -আর ট্রেন্ট বোল্টের হাতে থাকবে আক্রমণের পুরো নেতৃত্ব।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















