বিপিএলে টানা দ্বিতীয় হার দেখলো ঢাকা। দলের টপঅর্ডারদের ব্যর্থতায় টানা দ্বিতীয় হার। জাতীয় দলের পর বিপিএলেও ব্যর্থতার ষোলকালা পূর্ণ করেছেন ওপেনার লিটন দাস। এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২ রান করে বিদায় নেন। তবে অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেনি।
খুলনার দেয়া ১৭৪ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে। ফলে ২০ রানে জয় তুলে নেয় খুলনা। আর ঢাকার পক্ষে অধিনায়ক থিসারা পেরেরা ছাড়া বাকি সবাই ব্যর্থ। লঙ্কান এই ব্যাটার বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি করেন।
তিনি ৬০ বলে ৯ বাউন্ডারি ও ৭ ছক্কায় অপরাজিত ১০৩ রান করেও দলকে জেতাতে পারেনি। এছাড়া ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসে ১৯ রান।
বল হাতে মিরাজ ৪ ওভারে মাত্র ৬ রানে শিকার করেন তিন উইকেট। এছাড়া রনি নেন দুটি উইকেট।
এদিন জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। ফলে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান তুলেছে মেহেদী হাসান মিরাজের দল। দলের পক্ষে ওপেনার মোহাম্মদ নাঈম ৩০ ও উইলিয়াম বোসিস্টো ২৬ রান করে বিদায় নেন।
এছাড়া মাহিদুল ইসলাম আকন ৩২ ও জিয়াউর রহমান ২১ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। এছাড়া আবু হায়দার রনি ৮ বলে ২১ ও নাঈম আহমেদ ৯ রান করে অপরাজিত থাকেন।
এ জয়ের ফলে বিপিএলে দ্বিতীয় জয় পেল মেহেদী হাসান মিরাজের খুলনা। অন্যদিকে ঢাকার টানা দ্বিতীয় হার। ঢাকায় প্রথম পর্বের খেলা শেষে বিপিএল চলে যাবে সিলেটে। এরপর সেখান থেকে বিপিএল চলে যাবে চট্টগ্রামে।