শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ হারলেও শেষ দুই ম্যাচ জয়ের মাঝ দিয়ে সফরকারী বাংলাদেশ এই সিরিজ জয় করে নিয়েছে।
দলগত এই সাফল্যে ছিল ব্যক্তিগত সাফল্যে মোড়ানো। সিরিজের তিন ম্যাচ মোট তিনটি হাফ সেঞ্চুরি হয়েছে। এর মধ্যে দুটি বাংলাদেশের ব্যাটাররা করেছে। মোট ওভার বাউন্ডারি দেখা গিয়েছে ৩৩টি। সেখানে বাংলাদেশের ব্যাটারদের আধিপত্য। অর্ধেকেরও বেশি ২০টি ছক্কা মেরেছে লিটন দাস ও তার সতীর্থরা। সিরিজে শেষে ব্যাটিং ও বোলিংয়ে তাই বাংলােদেশের আধিক্য দেখা মিলেছে।
ব্যাটিংয়ে শীর্ষ পাঁচজনের তিনজনই বাংলাদেশের। তবে নেতৃত্বটা শ্রীলঙ্কার। দলটির ব্যাটার পাতুম নিশাঙ্কা ১২০ রান করেছেন। এরপরে যথাক্রমে রয়েছেন লিটন দাস (১১৪), তানজিদ হাসান (৯৪), কুশাল মেন্ডিস (৮৭) ও তাওহিদ হৃদয় ৬৮। পাঁচ ব্যাটারই তিনটি করে ইনিংস খেলেছেন। লিটন দাস, তানজিদ হাসান ও কুশাল মেন্ডিস একটি করে হাফ সেঞ্চুরি করেছেন।
বোলিংয়ে একই অবস্থা। শীর্ষ পাঁচ বোলারের তিনজনই বাংলাদেশের। এক ম্যাচ খেলেই সবার উপরে মেহেদী হাসান। তার শিকার ৪ উইকেট। রিশাদ হোসেনেরও শিকার সংখ্যা ৪। এছাড়া বিনুরা ফার্নান্দো, সাইফউদ্দিন ও নুয়ান তুষারা তিনটি করে উইকেট নিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















