প্রকৃতির দেবী হয়তো ভারতের ক্রিকেটার ও তার সমর্থকদের ডাক শুনেছেন। তাই হয়তো ব্রিসবেনে অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। টেস্টের চতুর্থ দিনও বৃষ্টির থাবায় পড়েছে। আর সে সুবাদে এ ম্যাচে হার থেকে হয়তো রেহাই পেতে যাচ্ছে ভারত। আজ মঙ্গলবার চতুর্থ দিনের বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে ভারত ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রান করায় ভারত এখনো ২৭৮ রানে পিছিয়ে রয়েছে। বৃষ্টির যে অবস্থা তাতে হয়তো ম্যাচ ড্রতে শেষ হবে। ভারত হার থেকে রেহাই পাবে।
ব্রিসবেন টেস্টের প্রথম দিনের অনেকটা সময় বৃষ্টির কবলে পড়লেও দ্বিতীয় দিন নিরবিচ্ছিন্ন খেলা হয়েছে। এতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া দুই সেঞ্চুরির সুবাদে নিজেদের সংগ্রহটা সমৃদ্ধ করার সুযোগ পায়। স্টিভ স্মিথ ১০১ ও ট্রাভিস হেড ১৫২ রান করেন।
জবাবে ভারতের শুরুটা বেশ অস্বস্তিকর ছিল। ৪৪ রানে ৪ এবং ৭৪ রানে তারা পঞ্চম উইকেট হারিয়েছিল। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৮৪ রানে রাহুলের আউটে আবার বিপর্যয়ের মুখে পড়েছে দলটি। অধিনায়ক রোহিত শর্মা এ ম্যাচেও ভালো করতে পারেননি। ১০ রানে আউট হয়েছেন। ভারত ৪৯ ওভারে ৬ উইকেটে ১৬৭ রানে থাকাবস্থায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৪১ রানে ও নিতিশ কুমার ৭ রানে অপরাজিত রয়েছেন।
আজ খেলার ৬৬ ওভার বাকি রয়েছে। আগামীকাল ম্যাচের শেষ দিন। ফলে বৃষ্টিতে পুরোপুরি না থামলে ম্যাচের রেজাল্ট হওয়া কঠিন হয়ে দাঁড়াবে।