ব্রুকের একার লড়াই, নিউজিল্যান্ডে ইংল্যান্ড অলআউট ২২৩ রানে

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে চলছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। প্রথমে হেরে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। উইকেটে নামার সময় ইংল্যান্ডের স্কোরবোর্ডে মাত্র ৫ রান, হারানো ৩ উইকেট। এরপরও পরিস্থিতি সামলানো তো দূরের কথা, দলীয় ৫৬ রানের মধ্যেই হারায় আরও তিন উইকেট। একসময় মনে হচ্ছিল, মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে টিকেই থাকতে পারবে না ইংলিশরা।

কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝে একাই দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক। ফোকস, হেনরি ও ডাফিদের বোলিং তাণ্ডবের মধ্যেও নিজের খেলার ছন্দে চলেছেন তিনি। শেষ পর্যন্ত দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১০১ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ব্রুক। তাঁর ১১ ছক্কা ও ৯ চারের ইনিংসেই ইংল্যান্ড তুলেছে ৩৫.২ ওভারে ২২৩ রান।

ব্রুক ফিফটি ছুঁয়েছেন ৩৬ বলে, সেঞ্চুরি এসেছে ৮২ বলে। ইনিংসের ৩২তম ওভারে জ্যাকব ডাফির টানা তিন ছক্কায় পেরিয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। পরে ম্যাট হেনরির এক ওভারেও মেরেছেন আরও তিনটি ছক্কা। শেষ পর্যন্ত মিচেল স্যান্টনারের বলে বড় শট খেলতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন তিনি।

তাঁর ১১ ছক্কা নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে এই মাঠেই শ্রীলঙ্কার থিসারা পেরেরা মেরেছিলেন ১৩টি ছক্কা। ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড অবশ্য এখনো এউইন মরগানের দখলে—২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১৭ ছক্কা।

ব্রুকের এই ইনিংসে সবচেয়ে বড় অবদান এসেছে শেষ জুটিতে। নবম উইকেট পড়ার পর তিনি লুক উডকে নিয়ে যোগ করেন আরও ৫৭ রান—ওয়ানডেতে ইংল্যান্ডের ইতিহাসে দশম উইকেটে সর্বোচ্চ জুটি এটি। উড অপরাজিত থাকেন ৫ রানে, আর ব্রুক থামেন ১৩৫ রানে।

ইংল্যান্ডের হয়ে আর কেবল জেমি ওভারটন (৪৬) পৌঁছেছেন দুই অঙ্কে। বাকিদের ব্যর্থতার দিনে ব্রুকের ব্যাটে যেন একাই লড়েছে পুরো ইংল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে জাকারি ফোকস নিয়েছেন ৪ উইকেট, ডাফি পেয়েছেন ৩টি।

Exit mobile version