দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে নাস্তনাবুদ করে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা ৫৩ রানে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার ৭ উইকেটে করা ২১৮ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৬৫ রানে সব উইকেট হারায়। দক্ষিণ আফ্রিকার এ জয়ের ফলে শেষ ম্যাচটি সিরিজ নির্ধারকে রূপ নিয়েছে।
দক্ষিণ আফ্রিকার এ জয়ের নায়ক ছিলেন ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। ভয়ঙ্কর ব্যাটিং করেছেন। তার ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বোলার আর ফিল্ডারের নাক ও চোখের পানি এক হওয়ার অবস্থায় হয়েছিল। ১২৫ রানের অপরাজিত ছিলেন তিনি। খেলেছেন মাত্র ৫৬ বল। এক ডজন বাউন্ডারি আর আটটি ওভার বাউন্ডারিত সাজানো ছিল তার ইনিংস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান ব্রেভিসের করা এই ১২৫। এর আগে এই কীর্তি ছিল ডু প্লেসিসের। ১১৯ রান করেছিলেন তিনি।
মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন ব্রেভিস। প্রোটিয়াদের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।
তার এই ব্যাটিংয়ের পাশে অন্যদের আর কিছু করতে হয়নি। অন্যরা শুধু তাকে সঙ্গ দিয়েছেন। অধিনায়ক ও ওপেনার এইডেন করেছেন ১৮ রান। দক্ষিণ আফ্রিকার ইনিংসে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
ব্যাট হাতে শুরু থেকেই নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়া। টিম ডেভিড করেছিলেন ৫০ রান। তবে প্রোটিয়া কোনো বোলার হতাশ হয়নি। বল হাতে সবাই উইকেট শিকার করেছেন। তবে সফল ছিলেন করবিন বস ও পিটার। উভয়ে তিনটি করে উইকেট নিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















