ভারতকে হারাতে প্রথম ইনিংসে রান বাড়ানোর তাগিদ সাকিবের

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহস্পতিবার বলেছেন, প্রথম ইনিংসে ভালো স্কোর গড়াই ভারতের বিপক্ষে কানপুর টেস্টে ভালো করার মূল চাবিকাঠি। চেন্নাইতে প্রথম টেস্টে ২৮০ রানে হারার পেছনে অন্যতম কারণ ছিল বাংলাদেশের ১৪৯ রানে অলআউট হওয়া। ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস ছিল হতাশাজনক।

সাকিব বলেন, “চেন্নাইতে কিছু ভালো সময় আমরা খেলেছি, কিন্তু সাড়ে তিন দিনে ম্যাচ শেষ করা আমাদের জন্য আদর্শ ছিল না। আমরা এর চেয়ে ভালো দল। যদি আমরা প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করতে পারি, তাহলে আত্মবিশ্বাস বাড়বে।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ জয় ছিল অভিজ্ঞতার ব্যবধানের জন্য, কিন্তু ভারতের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ভারত ঘরের মাঠে প্রায় অজেয়, তাদের বিপক্ষে ভালো খেলতে হবে আমাদের।”

সাকিব মনে করেন, পিচ নয় বরং খেলোয়াড়দের দক্ষতা ও সঠিক প্রয়োগই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে।

Exit mobile version