ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার ১ম শিরোপা

ফর্মের তুঙ্গে থাকা ভারতকে অবিশ্বাস্যভাবে ৮ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের (টি-টোয়েন্টি) শিরোপা জিতলো শ্রীলঙ্কা। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে স্বাগতিক দলের মেয়েরা। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে শুরুতে উইকেট হারালেও ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় চামারি আতাপাত্তুর দল।

ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার উদ্বোধনী জুটিতে ৪৪ রান পায় হারমানপ্রিত কাউরের ভারতীয় দল। ১৬ রানে শেফালি আউটের পর একপ্রান্ত আগলে রেখে রান তোলার কাজটি করে যাচ্ছিলেন নারী ক্রিকেটে এই মুহুর্তে বিশ্বের সেরা ব্যাটার স্মৃতি মান্ধানা। কিন্তু এইদিন ভালো কোন জুটি পাননি তিনি।

উমা ছেত্রী ৯ ও অধিনায়ক হারমানপ্রিত ১১ রানে আউট হওয়ার পর চতুর্থ উইকেটে স্মৃতির সাথে জুটি গড়েন জেমিমা রদ্রিগেজ। ৮৭ রানে তৃতীয় উইকেট পড়ার পর দলীয় সংগ্রহকে ১২৮ এ নিয়ে যান তারা। ১৭তম ওভারে এই দুই ব্যাটার আউট হলে ছন্দ হারায় ভারতীয় দল।

১৬ বলে ২৯ রান করা রদ্রিগেজ রান আউট হওয়ার পর ওভারের শেষ বলে আউট হন ৪৭ বলে ৬০ রান করা স্মৃতি। উইকেটরক্ষক রিচা ঘোষ ১৪ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৬৫তে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন। লঙ্কানদের পক্ষে কাভিশা দিলহারি ৩৬ রানে দুই উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন উদেশিকা প্রবোধনি, সাচিনি নিশানশালা ও চামারি আতাপাত্তু।

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৭ রানে বিষমি গুনারত্নে রান আউটে কাটা পড়লে হোচট খায় স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু চামারির অধিনায়োকোচিত ইনিংসের সাথে হারসিথা সামারাবিক্রমার লড়াকু ইনিংসে দলীয় সংগ্রহে ৮৭ রান যোগ হয়। ৪৩ বলে ৬১ রান করে লঙ্কান অধিনায়ক চামারি আউট হওয়ার পর আর কোন উইকেট হারায়নি শ্রীলঙ্কা।

৫১ বলে ইনিংস সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থাকেন হারসিথা । ১৬ বলে অপরাজিত ৩০ রান করেন কাবিশা দিলহারি।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন স্বাগতিক দলের হারসিথা সামারাবিক্রমা। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লঙ্কান অধিনায়ক অধিনায়ক চামারি।

আগামী ৩ অক্টোবর বাংলাদেশে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে এবারের নারী এশিয়া কাপও ওয়ানডে ফর্মেটের বদলে টি-টোয়েন্টি ফর্মেটে আয়োজন করা হয়েছে।

Exit mobile version