বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচ হারায় দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানিস্তানের। তবে প্রতিপক্ষ স্বাগতিক ভারত হওয়ায় জয় নিয়ে আফগানদের মাঠ ছাড়া একটু কঠিনই। দিল্লির অরুণ শাহ জেটলি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে আফগানিস্তান প্রথম ব্যাট হাতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান করেছে। অধিনায়ক হাশমাতুল্লাহ শহীদির ৮০ রানের পাশাপাশি আজমাতুল্লা ওমরজাইয়ের ৬২ রান আফগানদের সংগ্রহ সমৃদ্ধ করেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে বিশ্বকাপ শুরু ভারতের। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৯ রানে আটকে দিয়েছিল তারা। এমন সুখস্মৃতি নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে ভারত।
আফগানিস্তান টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ফলে ভারতকে এ ম্যাচেও আগে বোলিং করতে হয়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে যতটা সহজ ছিল এ ম্যাচে বোলারদের কাজ ততটা সহজ হয়নি। হাশমাতুল্লাহ শহীদি ও আজমাতুল্লাহ ওমারজাই যথেষ্ঠ ভুগিয়েছেন ভারতীয় বোলারদের। চতুর্থ উইকেটে তারা ১২১ রানের পার্টনারশি গড়েন। শহিদী ৮০ রানে আউট হন। ৮৮ বলে এই রান সংগ্রহ ছিল তার। আট বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
অন্যদিকে ওমরজাই তার ৬০ রানের ইনিংসটি খেলতে ৬৯ বলের মোকাবোলা করেছেন। মাত্র দুটো বাউন্ডারি মারলেও তার ইনিংসি ছিল চারটি ওভার বাউন্ডারি।
আফগানিস্তানের এই জুটিটা ছাড়া অন্যরা তেমন একটা সুবিধা করতে পারেননি। তারপরও রহমাতুল্লাহ গুরবাজের ২১, ইব্রাহিম জাদরানের ২২ রানসহ আফগানিস্তান ভারতের সামনে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিতে সমর্থ হয়।
জাসপ্রিত বুমরাহ ছিলেন সফল বোলার। ৩৯ রানে ৪ উইকেট শিকার তার। এছাড়া হার্দিক পাান্ডিয়া নিয়েছেন দুই উইকেট। শার্দুল ঠাকুর ও কুলদ্বীপ যাদব একটি করে উইকেট পেয়েছেন।