ভারতীয় অমরত্ব না সোনালী অস্ট্রেলিয়ান ট্রেবল?

বিশ্বকাপ ট্রফি মাঝে রেখে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং অজি অধিনায়ক প্যাট কামিন্স

আজ ওয়ানডে বিশ্বকাপ শুরুর ৪৫ দিন পূর্ণ হলো। আহমেদাবাদে পর্দা নামছে বিশ্বকাপের ১৩তম আসরের। মেগা ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের তকমা পাওয়া নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিজেদের আয়োজিত বিশ্বকাপের ফাইনালে এক লক্ষ ক্রিকেটপ্রেমীদের সামনে মাঠে নামবে ম্যান ইন ব্লুরা। গ্র্যান্ড ফাইনালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১০টিতেই জয় পেয়েছে রোহিতের দল। আজকের ১১তম জয় তাঁদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করবে। যদি তাই হয় তবে ২০১১ সালের পর এটি তাঁদের প্রথম বিশ্বকাপ জয় হবে। এর আগে একমাত্র দল হিসেবে অস্ট্রেলিয়া ২০০৭ সালে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন মুকুট পড়েছিলো। যদিও ভারত এই টুর্নামেন্টে আধিপত্য দেখিয়েছে তারপরেও এখনো তাঁদের বিশ্বকাপ জয় অনিশ্চয়তায় আছে; কারণ তাঁদের প্রতিপক্ষ সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপ শিরোপাধারী অস্ট্রেলিয়া।

আজ স্বাগতিকদের হারাতে পারলে নিজেদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করবে ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে এই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো অজিরা। এছাড়াও চলতি বছরের শুরুতে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় পেয়েছে তাঁরা। এছাড়াও মার্চে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিলো স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল।

তবে আজকে প্যাট কামিন্সের দলের জয়টা শুধুমাত্র অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপই নিশ্চিত করবে না বরং একই সাথে তাঁরা ২০২৩ সালে নিজেদের ট্রেবল জয় করে ফেলবে। চলতি বছরে তাঁরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নদের শিরোপা নিজেদের হাতে নেয়ার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জয় করেছে।

Exit mobile version