ক্রিকেটারদের ওপর ক্ষেপেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

ভারতের ক্রিকেট দল

ভারতের ক্রিকেট দলের বর্তমান অবস্থা মোটেও স্বস্তিদায়ক নয়। বাজে পারফরম্যান্সের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোচ ও ক্রিকেটারদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

বিসিসিআইয়ের পদক্ষেপের প্রথম কোপটা পড়তে যাচ্ছে ক্রিকেটারদের পরিবারদের ওপর। নতুন পদক্ষেপ অনুসারে এখন থেকে আর ইচ্ছামতো ক্রিকেটাররা তাদের পরিবারের সদস্যদের সফরে অন্তর্ভূক্ত করতে পারবেন না।

কোনো সফর ৪৫ দিন হলে ক্রিকেটারদের পরিবারের সদস্যরা বিশেষ করে স্ত্রী দুই সপ্তাহের জন্য সফর সঙ্গী হতে পারবেন। এছাড়া ক্রিকেটাররা সফরে ইচ্ছামতো পরিবহন ব্যবহার করতে পারবেন না। দলের অন্য সদস্যদের সঙ্গে টিম বাসে সঙ্গী হতে হবে তাদের।

বর্তমান নিয়ম অনুসারে, বিশেষ করে দীর্ঘ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রীরা পুরো সময় থাকতে পারেন। নতুন নিয়ম অনুসারে এখন আর তা হবে না। কেননা বিসিসিআই মনে করে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকায় ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব পড়ে।

এখানেই শেষ নয়, বিমানে ভ্রমণের সময় ক্রিকেটারদের লাগেজের ওজনও নির্ধারণ করে দিচ্ছে। ক্রিকেটারদের লাগেজের ওজন ১৫০ কেজির বেশি হতে পারবে না। অতিরিক্ত ওজনের জন্য চার্জ হলে তা ক্রিকেটারকে বহন করতে হবে।

Exit mobile version