ভারতীয় হেড কোচ পেলো কেনিয়া ক্রিকেট দল

টানা ছয়বার একদিনের ক্রিকেটের বিশ্বকাপ খেলেছিল কেনিয়া। সেই দলটা আজ অধারাবাহিকতায় ক্রিকেট থেকে অনেক দূরে সরে গেছে। যেখান থেকে ঘুরে দাড়াতে এক ভারতীয়কে দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

কেনিয়ার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশ। নাইরোবির শিখ ইউনিয়ন ক্লাবে কেনিয়া ক্রিকেটের কর্তাদের সঙ্গে দেখা করেন গণেশ। এরপরেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি।

কোচিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে গণেশের। সেপ্টেম্বরে আইসিসি ডিভিশন ২ চ্যালেঞ্জ লিগে তার অধীনে খেলবে কেনিয়া। সেখানে পাপুয়া নিউগিনি, কাতার, ডেনমার্ক এবং জার্সির বিরুদ্ধে খেলবে তারা। এরপর অক্টোবরে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে।

লামেক ওনিয়াঙ্গোকে সরিয়ে কোচ হয়েছেন গণেশ। তবে তাকে সহায়তা করার জন্য ওনিয়াঙ্গো থাকছেন। পাশাপাশি জোসেফ আঙ্গারা এবং জোসেফ আসিচিকেও সহকারী হিসাবে রাখা হয়েছে। আপাতত বিশ্বকাপে ফেরাই মূল লক্ষ্য কেনিয়ার কোচের।

২০০৩ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল কেনিয়া। তারপর থেকে দলটির পারফরম্যান্সের রেখাচিত্র ক্রমশই নীচের দিকে গেছে। গণেশ বলেন, অতীতের কথা মনে রাখতে চাই না। কেনিয়াকে বিশ্বকাপে নিয়ে যাওয়াই আমার প্রথম লক্ষ্য।

Exit mobile version