টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আরও বড় ব্যবধানে ৫০ রানে হারলো বাংলাদেশ। এই দুই হারে বিশ্বকাপ থেকে বিদায়ঘন্টা বাজলো বাংলাদেশের।
১৯৭ রানের বড় টার্গেটে খেলতে নেমে ম্যাচের কোন পর্যায়েই জয়ের অবস্থানে যেতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ১৪৬ রানে সন্তুষ্ট থাকতে হয় নাজমুল হোসেন শান্তর দলকে।
দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারেননি। ১০ বলে ১৩ রান করে আউট হন লিটন। দলীয় ৩৫ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় ৬৬ রান ১০ম ওভারে গিয়ে। ৩১ বলে ২৯ রান করে আউট হন ওপেনার তানজিদ তামিম।
পরে একে একে আউট হয়ে যান তাওহিদ হৃদয় ৪ (৬ বল), সাকিব আল হাসান ১১ (৭বল), শান্ত ৪০(৩২), জাকের আলী ১ (৪) ও রিশাদ হোসেন ২৪ (১০) রান করে।
ভারতের পক্ষে চার ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন কুলদ্বীপ যাদব। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন আর্শদ্বীপ সিং ও জসপ্রিত বুমরাহ। হার্ডিক পান্ডিয়া নিয়েছেন এক উইকেট।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় ভারত। ভারতের পক্ষে ২৭ বলে অপরাজিত সর্বোচ্চ ৫০ রান করেন হার্ডিক পান্ডিয়া। অন্যদের মধ্যে রোহিত শর্মা ২৩, ভিরাট কোহলি ৩৭, রিশভ পন্থ ৩৬, শিভাম দুবে ৩৪ রান করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ব্যাটিংয়ে ২৭ বলে অপরাজিত ৫০ রান ও এক উইকেট নেয়া হার্ডিক পান্ডিয়া।