ভারতের কূটনৈতিক চাল : পাকিস্তান সীমান্তে আইপিএলের দুই প্লে-অফ ম্যাচ!

আইপিএল ২০২৫-এর প্লে-অফ পর্যায়ে এসে বিসিসিআই-এর নতুন এক সিদ্ধান্ত আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। পূর্বঘোষিত ভেন্যু পরিবর্তন করে এবার প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ আয়োজন করা হচ্ছে পাঞ্জাবের মুল্লানপুরে, যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ২৫০ কিলোমিটার দূরে।

প্রাথমিকভাবে এই ম্যাচ দুটি আয়োজনের কথা ছিল হায়দরাবাদে, কিন্তু মৌসুমের শেষে সম্ভাব্য বৃষ্টিপাতের ঝুঁকি এড়াতে ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে। যদিও আবহাওয়াকে সামনে রাখা হলেও, বিশ্লেষকদের মতে এতে কূটনৈতিক ইঙ্গিতও লুকিয়ে রয়েছে। সম্প্রতি ভারত-পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন এবং সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত একপ্রকার ‘আত্মবিশ্বাসের প্রদর্শন’ হিসেবেও দেখা হচ্ছে।

বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, “আবহাওয়া বড় কারণ হলেও, ভারতের আত্মবিশ্বাসও এখানে ভূমিকা রেখেছে।” ফলে প্রশ্ন উঠেছে—এটা কি কেবল ক্রিকেটীয় সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক বার্তাও?

মুল্লানপুরের স্টেডিয়ামটি এবারই প্রথম প্লে-অফ ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভেন্যুটি ইতোমধ্যেই চলতি আইপিএল মৌসুমে চারটি ম্যাচ সফলভাবে আয়োজন করেছে। ৩৮,০০০ দর্শকের ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে ২৯ ও ৩০ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

Exit mobile version