রিকি পন্টিং। ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। তাঁকে নিজেদের কোচ বানানোর প্রস্তাব দিয়েছিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সাথে আলোচনায় এমনটাই দাবি করেছেন পন্টিং।
বর্তমানে ভারতের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই তাঁর চুক্তির মেয়াদ ফুরাবে। বিসিসিআইয়ের সাথে তিনি আর চুক্তি নবায়ন করবেন না বলে জানা গেছে। মূলত একারণেই নতুন কোচ খুঁজছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যেকারণে ১৩ মে এই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন সময়েই পন্টিংকে ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে এমন একটা হাইপ্রোফাইল দলের পূর্ণ মেয়াদে কোচ হতে অস্বীকৃত জানায় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
পন্টিং আইসিসিকে জানান, ‘এ নিয়ে (ভারতের কোচ হওয়া নিয়ে) আমি অনেক প্রতিবেদন দেখেছি। সাধারণত এ ধরনের বিষয় আপনি নিজে জানার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। তবে এটা ঠিক যে আইপিএলের সময় সরাসরি কিছু আলাপ–আলোচনা হয়েছিল। তারা (বিসিসিআই) শুধু এটা জানতে চেয়েছিল, আমি (ভারতের কোচ হতে) কতটা আগ্রহী।’