ভারতের জন্য বাংলাদেশকে হারানো সহজ: কার্তিক

পাকিস্তানের বিপক্ষে সাদা পোষাকের সিরিজে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। যেখানে দুই টেস্টের ১০ দিনের ৯ দিনই দাপট দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিকদের সিরিজে হারিয়েছে ২-০ ব্যবধানে। তবে ভারতের জন্য বাংলাদেশকে হারানো খুব একটা কঠিন হবে না বলে মনে করেন দিনেশ কার্তিক। তিনি মনে করেন, ভারতের মাটিতে জেতা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে টেস্ট ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই খেলবেন শান্তরা। এই সিরিজের আগে ভারতের এই ধারাভাষ্যকার ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে সেটা ঠিক। তবে আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো কঠিন সমস্যা হবে।’

কার্তিক আরও বলেছেন, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের (রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা) পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’

Exit mobile version