ম্যানচেষ্টার টেস্টে দারুণ জবাব দিচ্ছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংসে করা ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২২৫ রান করেছে। ১৩৩ রানে পিছিয়ে থেকে তারা তৃতীয় দিনের খেলা শুরু করবে।
অসাধারণ ব্যাটিং করেছেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ১৬৬ রানের পার্টনারশিপ তাদের। উভয়ে সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হয়েছেন। বেন ডাকেট ৯৪ রান করেছেন। আর ক্রলির সংগ্রহি ছল ৮৪ রান। উভয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন। ক্রলি ৮৪ রান করছে খেলেছেন ১১৩ বল। আর ১০০ বল খেলেছেন ডাকেট। উভয়ই তাদের ইনিংসটি ১৩ বাউন্ডারিতে সমৃদ্ধ করেছেন। ক্রলির অবশ্য একটি ওভার বাউন্ডারি ছিল।
তাদের দুইজনের বিদায়ের পর ইংল্যান্ডকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন ওলি পোপ ও জো রুট। তারা যথাক্রমে ২০ ও ১১ রানে ব্যাট করছেন।
এর আগে বল হাতে আগুন ঝড়ান বেন স্টোকস। আগের দিন ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে খেলতে নেমে ভয়ঙ্কর বোলিংয়ের মুখে পড়ে ভারত। ৯২ রানে বাকি ৬ উইকেট হারায় তারা। অনেকটা তারা আসা যাওয়ার পালায় ছিলেন। কিছুটা ব্যতিক্রম ছিলেন শার্দুল ঠাকুর। আগের দিনের ১৯ রান নিয়ে খেলতে নামা শার্দুল শেষ পর্যন্ত ৪১ রান করে বেন স্টোকসের বলে ডাকেটের হাতে ধরা পড়েন।
স্টোকসের পাঁচ উইকেটের পাশাপাশি ইংল্যান্ডের সফল বোলার ছিলেন জোফরা আর্চার। তিন উইকেট নিয়েছেন তিনি। ভারতের রানটা সমৃদ্ধ হওয়ার পেছনে ইংল্যান্ডের বোলারদের যথেষ্ঠ অবদান রয়েছে। ৩০ রান দিয়েছে তারা অতিরিক্ত খাতে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৩৫৮ (সাই সুদর্শন ৬১, জয়সওয়াল ৫৮, ঋষভ পন্ত ৫৪, লোকেশ রাহুল ৪৬, শার্দুল ঠাকুর ৪১; বেন স্টোকস ৫/২৪, জোফরা আর্চার ৩/৭৩)।
ইংল্যান্ড ১ম ইনিংস: ২২৫/২, ৪৬ ওভার (ক্রলি ৮৪, ডাকেট ৯৪, পোপ ২০* ও জো রুট ১১*)
