ভারতের নতুন পেস সেনসেশন অটো চালকের ছেলে সিরাজ

ভারতীয় দলে কে এই সিরাজ? সিরাজকে কি খুব বেশি মানুষ চিনতো? যেই দলটার পেস আক্রমণে আছে যশপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এর মতো দাপুটে সব বোলার। সেখানে সিরাজকে নিয়ে আলোচনা বা প্রত্যাশা খুব বেশি থাকার কথাও না। কিন্তু সেই ছেলেটিই এখন বিশ্বক্রিকেটে আলোচিত এক নাম। ১৭ তারিখ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরাজ যা করেছেন তা আগে কখনো কেউ দেখেনি। কোনো প্রতিযোগিতার ফাইনাল যে এমন হতে পারে তা হয়তো কেউ কল্পনাও করেননি। অথচ হায়দরাবাদের অটো-রিকশা চালকের ছেলে সিরাজ তা করে দেখিয়েছেন। এ দিয়ে সিরাজ কি কোনো বার্তা দিতে চেয়েছেন?

Exit mobile version