ভারতের নেতা হয়ে দলে ফিরলেন বুমরা!

প্রায় এক বছর বিরতির পর দলে ফিরছেন যশপ্রীত বুমরা

প্রায় এক বছর বিরতির পর দলে ফিরছেন যশপ্রীত বুমরা। পিঠের চোটের কারণে গেলো ১০ মাস কোন ম্যাচ খেলেননি। এবার একবারে অধিনায়ক হয়ে ভারতীয় দলে ফিরলেন বুমরা। এরই মধ্যে আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগস্টের মাঝামাঝি টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। শেষ হবে মাসের শেষে। তরুণ ক্রিকেটারদের নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হয়েছেন বুমরা, সহ অধিনায়ক হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়। দলে আরো রয়েছেন যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণুই, প্রসিদ্ধ কৃষ্ণ, আরশদীপ সিংহ, মুকেশ কুমার এবং আবেশ খান।

২৯ বছর বয়সী বুমরা ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওই সময় পিঠে চোট পান বুমরা। এই চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে পারেনি বুমরা। জানুয়ারিতে অস্ত্রপচারের পর টানা ২ মাস বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে ছিলেন বুমরা।

Exit mobile version