ভারতের বিপক্ষে খেলবেন সাকিব?

শুরুটা ভালোভাবে করলেও গেলো দুই ম্যাচ হেরেছেন সাকিব-মুশফিকরা। তাই পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে অধিনায়ক সাকিব খেলবেন কি না তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয় হাসপাতালে। পরে জানা যায়, পেশিতে টান খেয়েছেন সাকিব। বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ওই রিপোর্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে গণমাধ্যমকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ম্যাচের আগে সবশেষ স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট টিম। তিনি বলেন,‘ সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক তা চাই না, এজন্য আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেয়া হবে।’

আফগানিস্তানের সাথে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিলো বাংলাদেশের। এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে বড় ব্যবধানে হেরেছে। ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

Exit mobile version