ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা

আবারো ইনজুরিতে নিজেদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারাল শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আর খেলা হবে না অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার। বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

ওয়ানডে সিরিজ শুরুর আগেও চোটের কারণে ছিটকে যান দুই পেসার। এর আগে টি-টোয়েন্টি সিরিজের আগেও চোটে পড়েন তিন লঙ্কান পেসার।

লঙ্কান বোর্ডের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ”হাসারাঙ্গা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন ওয়ান ডে সিরিজের বাকি দুটো ম্য়াচ থেকে। ওঁর ব্যথা রয়েছে। প্রথম ওয়ান ডে ম্য়াচের ১০ নম্বর ওভারের শেষ বল করার সময় চোট পান। এমআরআইয়ের পর চোট নিশ্চিত হয়েছে। জেফরে ভ্যানডারসেকে হাসারাঙ্গার পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে।”

প্রথম ওয়ানডে ম্য়াচে নিজের ১০ ওভারের স্পেলে ৫৮ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছিলেন হাসারাঙ্গা। যার মধ্যে রয়েছেন বিরাট কোহলি ও কে এল রাহুলও। এছাড়াও কুলদীপ যাদবও ছিলেন তাঁর শিকারের তালিকায়।

Exit mobile version