এশিয়া কাপ ক্রিকেটের হাই ভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বি ভারতের বিপক্ষে মাত্র ১২৭ রানের সংগ্রহ পেলো পাকিস্তান ক্রিকেট দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সালমান আঘার দল। দলটার দু’জন ব্যাটার এদিন `গোল্ডেন ডাকের’ শিকার হন।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। হার্ডিক পান্ডিয়ার বলে জসপ্রিত বুমরাহ’র হাতে ক্যাচ দিয়ে গোল্ডে ডাকের শিকার হন সাইম আইয়ুব। ঠিক পরের ওভারেই যেন বুমরাহ’র ঋণ শোধ করলেন পান্ডিয়া। ক্যাচ ধরলেন পাকিস্তানী উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিসের।
পর পর দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানের ইনিংস যে বেশিদূর গড়াবে না তা শুরুতেই ফুটে উঠলো। পুরো দলের ব্যর্থতার ভিড়ে ব্যতিক্রম ছিলেন ওপেনার শাহিবজাদা ফারহান ও লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নামা শাহিন শাহ আফ্রিদি। ফারহানের ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৪০ রান। শাহিন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান। এছাড়া ফখর জামানের ব্যাটে আসে ১৭ রান।
ওপেনার ফখর জামান ছাড়াও লোয়ার মিডল অর্ডারে মোহাম্মদ নাওয়াজ গোল্ডেন ডাকের শিকার হন।
ভারতের পক্ষে এদিন ছয়জন বোলার হাত ঘুরিয়েছেন। চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন কুলদ্বীপ যাদব। দু’টি করে উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ ও অক্সার প্যাটেল। একটি করে উইকেট পেয়েছেন হার্ডিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।
