ভারতের বিপক্ষে ১৯১ রানে অলআউট পাকিস্তান

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে হতাশজনক ব্যাটিং করেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৪২ ওভার ৫ বলে মাত্র ১৯১ রানের অল আউট হয়েছে তারা।

৩০ তম ওভার থেকে হঠাৎ ছন্দপতন শুরু পাকিস্তানের। ২ উইকেটে ১৫৫ রান থেকে অলআউট পাকিস্তান। অর্থাৎ ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে তারা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভারত। শুরুটা ভালোই ছিল পাকিস্তানের। রানের চাকা সচল রাখেন দুই উদ্বোধনী ব্যাটার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। তবে শফিক ২০ রানে আউট হলে ৪১ রানে ভাঙে এই জুটি। আরেক উদ্বোধনী ব্যাটার ইমাম উল হক করেছেন ৩৬ রান। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ভালো একটা জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। দেখেশুনে ব্যাট করছিলেন তারা। কিন্তু ৫০ রান করে বাবর আজম আউট হলে তাদের জুটি থামে ৮২ রানে।

বাবর ফিরে যাওয়ার পর ছন্দপতন পাকিস্তানের ব্যাটিংয়ে। যা চরম বিপর্যয়ে রূপ নেয়। অস্থির প্রকৃতির পরিচয় দিয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। দ্রুত ফিরে যেতে পারলেই যেন বাঁচে তারা। ২ উইকেটে ১৫৫ থেকে ৩৬ রান তুলতেই শেষ ৮ উইকেট হারায় পাকিস্তান।

প্রথম চার ব্যাটারের পর একমাত্র হাসান আলী ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন নি। হাসান আলী করেন ১২ রান। রিজওয়ান আউট হয়েছেন ৪৯ রানে। ৪৩ বল আগেই অলআউট হয়েছে পাকিস্তান। ভারতের ছয়জন বোলার আজ বল করেছেন। একমাত্র শারদুল ঠাকুর ছাড়া বাকি পাঁচ বোলারই ২টি করে উইকেট নিয়েছেন।

Exit mobile version