এবারের বিশ্বকাপে আরও একটা লো স্কোরিং ম্যাচ দেখতে যাচ্ছেন ভক্তরা। ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯৬ রানে আউট হয়েছে আয়ারল্যান্ড। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারেই অলআউট হয়ে যায় আইরিশ ব্যাটাররা।
আর্শদ্বীপ সিংয়ের করা দ্বিতীয় ওভারেই বিদায় নেন দুই ওপেনার অধিনায়ক পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নি। আইরিশ ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে রান আউট হওয়ার আগে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান করেন মিডল অর্ডার ব্যাটার গ্যারেথ ডেলানি।
ভারতের পক্ষে ২৭ রানে সর্বোচ্চ তিন উইকেট তুলে নিয়েছেন হার্ডিক পান্ডিয়া। দুই উইকেট পেলেও আইরিশ বোলারদের নাভিশ্বাস উঠেছিলো জসপ্রিত বুমরার ওভারে। তিন ওভারে এক মেইডেন আদায় করে নেয়ার পাশাপাশি বাকি দুই ওভারে ছয় রান দিয়ে তুলে নিয়েছেন দুই উইকেট। দুই উইকেট পেয়েছেন আর্শদ্বীপ সিং। অবশ্য চার ওভারে দিয়েছেন সর্বোচ্চ ৩৫ রান।
এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ ও অক্সার প্যাটেল।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিলো আয়ারল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলো দাপুটে জয়। পরের দুই ম্যাচও হয়েছিলো হাই-স্কোরিং। কিন্তু বিশ্বকাপে ভারতীয় বোলারদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দাঁড়াতেই পারেনি আইরিশ ব্যাটাররা।