আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এর আগে গ্রুপ পর্বে তাঁরা হারিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডকে। পুরো টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ না হারা ভারত অবশ্য বিপদের মুখে পড়েছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে।
দুই দলের দিকেই ফলাফল ঘুরতে থাকা সেই ম্যাচে ভারতীয় পেসার অর্শদীপ সিং রিভার্স সুইং করে ট্রাভিস হেড ও টিম ডেভিডকে চাপে রেখেছিলেন। তুলনামূলক নতুন বলেও অর্শদীপের রিভার্স সুইং পাওয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম–উল–হক।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে ইনজামাম বলেন, ‘১৫তম ওভারে অর্শদীপ সিং রিভার্স সুইং পাচ্ছিল। বলটা তুলনামূলক নতুন ছিল, রিভার্স কি একটু আগেই পাচ্ছিল না? এর মানে বল ১২-১৩ ওভারেও রিভার্স সুইং পাওয়ার মতো অবস্থায় ছিল। যখন সে বোলিংয়ে এল, রিভার্স হয়েছে। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’