দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এরইমধ্যে অংশগ্রহণকারী সব দল তাদের স্কোয়াড ঘোষণা করছে। বৃহস্পতিবার ভারতের ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। যেখানে অক্ষর প্যাটেলের জায়গায় দলে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে।
এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন অক্ষর। সেই চোট এখনো সারেনি বাঁহাতি স্পিনারের। অক্ষর প্যাটেলের চোটের কারণে তার জায়গায় অশ্বিনকে নেওয়া হয়েছে। জাদেজা এবং কুলদীপও বাঁহাতি স্পিনার। এবার অশ্বিন দলে আসায় বৈচিত্র বাড়ল ভারতীয় বোলিং আক্রমণের।
এদিকে এশিয়া কাপ না খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার মাধ্যমে প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলায় দলে ফিরেছেন অশ্বিন।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর| দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার সহকারী হিসাবে থাকছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলে ওপেনার হিসাবে থাকছেন শুভমন গিল এবং রোহিত। তিন নম্বরে থাকবেন বিরাট কোহলি। মিডল অর্ডার সামলাবেন শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব ও ঈশান কিশান|