ক্রিকেট বিশ্বে পাক-ভারতের দ্বৈরথের খবর কে না জানে? আর মাঠের লড়াই ছাপিয়ে এটি যে দুই দেশের রাজনীতিতেও বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে সে খবরও বহু পুরোনো। তবে এক্ষেত্রে যোজন যোজন দূরে অবস্থান পাকিস্তানের। বলা চলে নিতান্তই শিশু। সর্বশেষ আইসিসির কাছে নালিশ করার পরে বিশ্বকাপের জন্য ভিসা মিললো পাকিস্তান ক্রিকেট দলের।