আগামী ১৪ অক্টোবর এবারের বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান! এই ম্যাচের দিকে তাকিয়ে আছে দু’দেশের লাখো-কোটি ক্রিকেটপ্রেমী। ভারতীয় সমর্থকদের পাশাপাশি পাকিস্তানের অনেক সমর্থক এই ম্যাচ মাঠে বসে দেখতে চান। সেই সাথে পেশার কারণে পাকিস্তানের অনেক সাংবাদিকও ভারতে আসতে চান। কিন্তু কারো ভিসার আবেদন এখনো মঞ্চুর হয়নি। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকারের সাহায্য চেয়েছেন পিসিবি কর্তারা।
এবারের বিশ্বকাপ আসরে পাকিস্তানের দুইটি ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও ভারতে যেতে পারেনি পাকিস্তানের সাংবাদিকরা। এই নিয়ে এর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে জানানো হলেও কোন সুরাহা হয়নি। এই রেশ ধরেই এবার সরাসরি পাক সরকারের দ্বারস্থ হয়েছেন পিসিবি কর্তারা। পিসিবি মুখপাত্র উমর ফারুকি জানিয়েছেন, ‘ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ভিসার ব্যাপারে কথা বলার অনুরোধ করা হয়েছে পররাষ্ট্র সচিবকে। যেন পাকিস্তানের সাংবাদিক এবং সমর্থকেরা ভারতের খেলা দেখতে যেতে পারেন। এই বিষয়টা এখনো অনিশ্চিত।’ ভারতের আচরণে যে তারা খুশি নন তাও গোপন করেননি ফারুকি।
এদিকে পিসিবির এক কর্তা বলেন, হতাশ হলেও ভারত-পাকিস্তান ম্যাচের আগেই সমস্যার সমাধান হবে বলেই আমাদের বিশ্বাস। সাংবাদিকরা বিশ্বকাপ কভার করতে ভারতে যেতে পারবে। সমর্থকেরাও গ্যালারি থেকে বাবরদের মনোবল বৃদ্ধি করতে পারবে।