গত রবিবার চলতি এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে মাঠে নেমেছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একদিনের খেলা হলেও বৃষ্টিতে তা হয়ে ওঠে দুইদিনের। রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের বিশাল জয় পেয়েছে ভারত। তবে আজ বিশ্রামের সুযোগ পাচ্ছেন না রোহিতরা। কয়েক ঘন্টার ব্যবধানে আজ আবারো মাঠে নামছে ম্যান ইন ব্লুরা। আজ প্রতিপক্ষ হিসেবে তাঁরা পাচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। আজকের ম্যাচে যেই দলই জিতবে তাঁরাই এবারের আসরের ফাইনালে জায়গা করে নিবে। তবে কাজটা সহজ হবে না কোনো দলের জন্যই। আজকের ম্যাচেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে এই ম্যাচে নেই কোনো রিজার্ভ ডে। সাথে ভারতীয় দলের অন্তরায় হতে পারে টানা তৃতীয় দিন খেলার ক্লান্তি।