ভারতের মেয়েদের কাছে হেরেছে বাংলাদেশ

বাংলাদেশ- ভারত অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়কগণ | ছবি: আইসিসি

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সুপার ফোরের ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচে ৪৭ বল হাতে রেখেই  বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ভারতের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তুলতে পারে বাংলাদেশ। ১২.১ ওভারেই ৮ উইকেট হাতে রেখে রানটা পেরিয়ে যায় ভারতীয়রা।

শুরুটা ভালোই ছিল বাংলাদেশের মেয়েদের। ফাহমিদা ছোঁয়া ও ইভা উদ্বোধনী জুটিতে ৫.২ ওভারে তোলেন ২৭ রান। ষষ্ঠ ওভারেই ঘটে ছন্দপতন। ভারতের বাঁহাতি স্পিনার আয়ুশি শুক্লা চার বলের মধ্যে ফিরিয়ে দেন ইভা ও ফাহমিদাকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পরতেই থাকে। ১৪তম ওভারেই ৪৬ রানে হারায় সপ্তম উইকেট। তারপর আর ঘুরে দাঁড়াতে পারেনী বাংলাদেশ। অবশ্য শেষ উইকেটের শেষ  ৫ বলে বাংলাদেশ তোলে ১৮ রান। যার পুরো অবদান ১০ নম্বর ব্যাটার হাবিবা ইসলামের। বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ৮০ রান।

স্কোরবোর্ড

এরপর ব্যাট করতে নামে ভারত। ২২ রানের মধ্যে ভারত দলটির প্রথম ২ উইকেট তুলে নিয়ে একটু আশা জুগিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার। কিন্তু সেখান থেকে ৬৪ রানের জুটি গড়ে ভারতকে জিতিয়ে দেন ওপেনার গোঁগাদি তৃষা (৪৫ বলে ৫৮) ও অধিনায়ক নিকি প্রসাদ (১৫ বলে ২২)।

পরাজয় হলেও এখনও ফাইনালে উঠার আশা আছে বাংলাদেশের। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে পাওয়া ২ পয়েন্ট আছে বাংলাদেশের হিসেবে। পরবর্তী সুপার ফোরে ম্যাচে নেপালকে হারালেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশের মেয়েরা।

Exit mobile version