ভারতে চার দলীয় যুব ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। প্রথম ম্যাচে তারা ভারত অনুর্ধ্ব-১৯ দলের কাছে ৯ উইকেটে হেরেছে। ১৬০ রানের লক্ষ্য খেলতে নেমে স্বাগতিক দল ২৯.৪ ওভারে জয় তুলে নেয়।
টস জয়ের পর ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ছয় রানেই হারিয়েছিল তিন উইকেট। এ অবস্থায় চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন আরিফুল ও আহরার আমিন। ৫৯ রানের জুটি তাদের। অধিনায়ক আহরার ২৩ রান করেন।
পরে শিহাবের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন আরিফুল। হাফ সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি আরিফুল। ৪৩ রানে আউট গত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই সেঞ্চুরি করা এই ব্যাটার। শিহাবের ব্যাট থেকে আসে ৩২ রান। শেষ দিকে রাফিউজ্জামান ও রোহানাত দৌল্লাহর ছোট্ট দুই ইনিংসে দেড়শ পার হয় বাংলাদেশের স্কোর।
রান তাড়া করতে নেমে স্থানীয় দল প্রথম উইকেটে ১৩৬ রান করে। ওপেনার আদার্শ সিং ও আর্শিন কুলকার্নি এই জুটি গড়েন। আদার্শ সিং ৫৭ রান করেন। কুলকার্নি ৭৭ রানে অপরাজিত থাকেন।
বুধবার বাংলাদেশ ভারতের অনুর্ধ্ব-১৯ বি দলের মুখোমুখি হবে।