ভারতে ‘ফাইট’ করতে চান মিরাজ

পাকিস্তান সফরের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারত সফরে ‘ফাইট’ করতে চান মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আশা ব্যক্ত করেছেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য অলরাউন্ডার।

আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ভারত তাঁদের মাটিতে বাংলাদেশকে যে বিন্দুমাত্র ছাড় দিতে চাইবেনা সেটা জানেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা মিরাজ। ভারতে বাংলাদেশ কেমন করবে—এ প্রশ্নের উত্তরে মিরাজ বলেছেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি।’

মিরাজ আরো বলেন, ‘যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট করতে পারি।’

ভারত সফরের চ্যালেঞ্জ নিয়ে মিরাজ বলেন, ‘দেখুন, টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার—সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো। ‘

Exit mobile version