সাবেক ক্রিকেটারদের নিয়ে চলমান টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। কিন্তু প্রতিবেশি দেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকায় ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। ফলে সেমিফাইনাল খেলে ফাইনালে পৌঁছেছে পাকিস্তান।
ডব্লিউসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু এখন পর্যন্ত জানায়নি। তবে বুধবার ক্রিকইনফো এক প্রতিবেদনে লিখেছে, এই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। ফলে সেমিফাইনাল না খেলে পাকিস্তান ফাইনালে পৌঁছেছে।
যুবরাজ সিং, হরভজন সিং, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পার মতো ক্রিকেটার নিয়ে দল গড়েছে ভারত। গত ২০ জুলাই পাকিস্তানের বিপক্ষে তাদের গ্রুপ ম্যাচ ছিল সে ম্যাচেও ভারত খেলেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়েছিল। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল পাকিস্তান। ৩ পয়েন্ট ছয় দলের টুর্নামেন্টে চতুর্থ হয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছিল ভারত।
এজবাস্টনে বৃহষ্পতিবার এ সেমিফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু ভারত না খেলায় পাকিস্তান ফাইনালে পৌঁছেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে জয়ী দল ফাইনালে খেলবে।
আগামি ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ছেলেদের এশিয়া কাপে এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা। এছাড়া দুই দেশের নারী দল ৬ অক্টোবর কলম্বোতে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হওয়ার কথা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















