শুরু হয়েছে একদিনের বিশ্বকাপের ১৩তম আসর। চতুর্থবারের মতো বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া শুরু হওয়া এবারের আসর নিয়ে আলোচনার বিপরীতে সমালোচনাই বেশি হয়েছে। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে দর্শকসংকট এর অন্যতম কারণ। উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিলো গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড। অথচ এমন একটি হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে ছিলো মাত্র ৪৭ হাজার দর্শক।
তবে শুধু আহমেদাবাদেই নয়, ধর্মশালায় বাংলাদেশ-আফগানিস্তান এবং দিল্লিতে শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দুটিতেও আশানুরুপ দর্শকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে আজ চেন্নাইয়ে অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচের সবগুলো টিকেট ম্যাচ শুরুর অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। বিশ্বকাপের বহুল আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি আগামী ১৪ তারিখ আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। তাই দর্শক চাহিদার কথা মাথায় রেখে বাড়তি টিকেট ছাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই এর ঘোষণা অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বাড়তি ১৪ হাজার টিকেট ছাড়া হবে। আজ থেকে অনলাইনেই হাই-ভোল্টেজ ম্যাচটির টিকেট কেনা যাবে। এই ম্যাচ ঘিরে দর্শকদের উত্তেজনা গ্যালারিতে কেমন থাকে তাই এখন দেখবার বিষয়।