সাম্প্রতিক সময়ে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। চলতি মাসেই এই দুই দলের মধ্যে শুরু হচ্ছে ক্রিকেট লড়াই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে আতিথেয়তা দিবে অস্ট্রেলিয়া। পার্থে ১৯ অক্টোবর দুই দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আর ২৫ অক্টোবর ক্যানবেরায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক দলে দুঃসংবাদ, প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না লেগস্পিনার অ্যাডাম জাম্পা ও উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ইতোমধ্যেই তাদের বদলি ঘোষণা করেছে। জাম্পার জায়গায় দলে এসেছেন স্পিনার ম্যাথু কুনেমান, আর ইংলিসের বদলে চার বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন জশ ফিলিপ। ফিলিপ সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন দুই বছর আগে, টি-টোয়েন্টি ফরম্যাটে।
জাম্পার প্রথম ওয়ানডে থেকে ছিটকে পড়ার কারণ পিতৃত্বকালীন ছুটি। তার স্ত্রী হ্যারিয়েট শিগগিরই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য পার্থে দলের সঙ্গে যোগ দেননি জাম্পা। পার্থ থেকে তার বাসস্থান নিউ সাউথ ওয়েলসের দূরত্বও তুলনামূলক বেশি, তবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অ্যাডিলেড ও সিডনিতে হওয়ায় পরবর্তী ম্যাচগুলোর জন্য তিনি সহজেই দলে যোগ দিতে পারবেন। উল্লেখ্য, ওয়ানডে সিরিজের পর ভারত সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন তিনি।
অন্যদিকে, ইংলিস এখনো পায়ের মাংসপেশির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তিনি প্রথম দুই ওয়ানডে খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে সিএ। তবে বোর্ডের আশাবাদ—২৫ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে ফিট হয়ে ফিরবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
জশ ফিলিপও সুযোগ পেতেন না যদি মূল স্কোয়াডে অ্যালেক্স ক্যারি থাকতেন। ক্যারি আপাতত আসন্ন অ্যাশেজের প্রস্তুতি নিতে শেফিল্ড শিল্ডে ব্যস্ত। দ্বিতীয় ওয়ানডে থেকে তিনি জাতীয় দলে যোগ দেবেন।
অন্যদিকে, কুনেমান প্রায় তিন বছর পর ওয়ানডে দলে ফিরেছেন। একাদশে সুযোগ পেলে এটি হবে ঘরের মাঠে তার প্রথম ওয়ানডে। গত এক বছরে অস্ট্রেলিয়ার টেস্ট ও টি-টোয়েন্টি দলে ভ্রমণ করলেও, মাঠে নামার সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কপার কনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), জশ ফিলিপ (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















