এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য আজ মঙ্গলবার স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে ভারতের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে দেশটির গণমাধ্যম জানিয়েছে, এবারের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা কিছুটা বিলম্বিত হতে পারে। এর মূল কারণ মুম্বাইয়ে চলমান টানা ভারী বর্ষণ ও চরম জলাবদ্ধতা।
আজ স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ মুম্বাইয়ের বিসিসিআই সদর দপ্তরে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব এবং জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে বিসিসিআইয়ের এক মিডিয়া ম্যানেজার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠিয়ে জানান, ‘আবহাওয়াজনিত কারণে আজকের প্রথম প্রেস কনফারেন্সটি বিলম্বিত হতে পারে।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই বিলম্ব কতক্ষণ চলবে তা নিশ্চিত নয়। এমনকি সংবাদ সম্মেলনটি অন্য দিনেও সরিয়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এশিয়া কাপের দল ঘোষণার পাশাপাশি একই মঞ্চে ভারতের নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কথাও ছিল। টানা ভারী বর্ষণে মুম্বাইয়ের মিঠি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পাশবর্তী এলাকা কুরলা, সাকিনাকা ও মুম্বাই বিমানবন্দরের আশেপাশে মারাত্মক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
