ভেন্যু বাড়লে বিপিএল অন্য উচ্চতায় পৌঁছাবে: বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেন্যু বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল কয়েক মৌসুম ধরেই ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সিলেট—এই তিন ভেন্যুতে সীমাবদ্ধ ছিল দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি। এবার সেই তালিকায় নতুন একটি ভেন্যু যুক্ত করার পরিকল্পনার কথা জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, “ওইটা (বগুড়া ও রাজশাহীতে বিপিএল) এখনই বোধহয় সম্ভব হবে না। আমরা সামনের বিপিএলের কথা যদি বলি, যে সময় লাগবে ওইগুলো ঠিকঠাক করতে বা আমরা কতদিনে করতে পারব। আমরা মনে হয় না অচিরেই তা সম্ভব হবে।”

তবে চলতি আসরে একটি অতিরিক্ত ভেন্যু যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। “তবে আমাদের চিন্তা ভাবনায় আছে ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ের যে কনসেপ্টটা এটাতে গিয়ে দাঁড়ানোরে। এ বছরে বিপিএল যদি একটা অতিরিক্ত মাঠে করতে পারি— তিনটা থেকে চারটি ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে। আমরা আশা করছি যে করতে পারব।”

ভবিষ্যতের বিস্তৃত পরিকল্পনার দিকটিও তুলে ধরেন ফাহিম। “এভাবে সামনের বছর যদি আরও একটা ভেন্যু যুক্ত হয়—একটা সময় গিয়ে যদি আমরা ৬ কিংবা ৭ দল নিয়ে বিপিএল করি, ভবিষ্যতে আমাদের ৬ কিংবা ৭টা ভেন্যু থাকতে পারে। তখন বিপিএল একটা অন্য লেভেলে চলে যেতে পারে।”

Exit mobile version