ভোরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল

বাংলাদেশ সময় আজ ভোরে ‍যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি’র মিডিয়া বিভাগের তথ্য মতে ভোর ৫টা নাগাদ হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শান্ত বাহিনী।

আগামী ২ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র ও তাদের প্রতিবেশী কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসরের।

বাংলাদেশ দশ প্রথম ম্যাচ খেলবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দু’টি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স।

হিউস্টনে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ মে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই একটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে শান্ত বাহিনী।

এর পর ১ জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

Exit mobile version