বাংলাদেশের তিন ক্রিকেটারের মাইলফলক স্পর্শ
তিন ক্রিকেটারের মাইলফলক স্পর্শ করাতে অভিনন্দন জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র সভাপতি। প্রথম শ্রেণির ক্রিকেটে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করা তিন ক্রিকেটার হলেন-মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরি ও তাইজুল ইসলাম। গত ২২ নভেম্বর কক্সবাজার (এনসিএল) ঢাকা বিভাগের ব্যাটার মার্শাল আইয়ুব পৌঁছান প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবে। ২০০৫ সালে প্রথম শ্রেণিতে অভিষেক হওয়া ৩৬ বছর বয়সী মার্শাল বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন। এর আগে তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হক এই কীর্তি গড়েছিলেন।
একই দিনে খুলনায় খেলা ময়মনসিংহ বিভাগের অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরি প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার রান ও ৩০০ উইকেটের অনন্য ডাবল সম্পন্ন করেন। ৩৯ বছর বয়সী শুভাগত বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। এর আগে শুধু সাকিব আল হাসানই ছিলেন এ ক্লাবে।
এছাড়া চলতি মাসের ১৩ নভেম্বর সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে তাইজুল ইসলাম প্রথম শ্রেণিতে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। আব্দুর রাজ্জাক ও এনামুল হক জুনিয়রের পর তাইজুল বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে এই কীর্তির মালিক। ৩৩ বছর বয়সী তাইজুল সদ্যই বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন, পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে।
তিনিই প্রথম বাংলাদেশি বোলার যিনি ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। বিসিবির সভাপতি মো. আমিনুল ইসলাম তিন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘মার্শাল, শুভাগত এবং তাইজুল-তিনজনই দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতার মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন। এই মাইলফলকগুলো তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে নিবেদন ও দীর্ঘ ফরম্যাটের প্রতি শ্রদ্ধার প্রতিফলন। তরুণ ক্রিকেটারদের জন্য তারা দারুণ উদাহরণড়-অধ্যবসায়, শৃঙ্খলা ও ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাটের প্রতি ভালোবাসা দিয়ে কী অর্জন করা যায়, তা তারা দেখিয়ে দিয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















