দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চারদিনের পাশাপাশি একদিনের টুর্নামেন্ট হলেও এবারই প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ২০ ওভারের ম্যাচ। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।
আগামী ১১ ডিসেম্বর থেকে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম আউটার মাঠে শুরু হবে এবারের টুর্নামেন্ট। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকেও প্রথম শ্রেণির ম্যাচ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সাতটি বিভাগীয় দলের সাথে যোগ হবে ঢাকা মেট্রো। গ্রুপ ও ফাইনাল মিলিয়ে টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা ৩২টি। টুর্নামেন্টে গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, বিসিবি পরিচালক ফাহিম সিনহা, টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফরমান আর চৌধুরী, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিনুল ইসলাম খান (চিত্রনায়ক আমিন খান), সিলভার পার্টনার রিমার্কা হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক সিয়াম আহমেদ।
মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এই নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকছে আল আরাফাহ ইসলামী ব্যাংক।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি জানান, এখন থেকে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্ট নিয়মিতই আয়োজন করা হবে।