মাঠে ফিরছেন সাকিব

দেশের মাটিতে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান আবার মাঠে ফিরতে প্রস্তুত। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা হয়নি তার। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার থাকা না থাকা নিয়ে চলছে নানা আলোচনা। তবে সব গুঞ্জন পেছনে ফেলে আবুধাবি টি-টেন লিগের ‘বাংলা টাইগার্স’ দলের হয়ে খেলতে প্রস্তুত সাকিব।

বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে সাম্প্রতিক পোস্টগুলোতে সাকিবের ফেরার ইঙ্গিত স্পষ্ট। তাকে জিম সেশনে ঘাম ঝরাতে এবং বিভিন্ন ফিটনেস ট্রেনিং করতে দেখা গেছে। গতকাল ব্যাটিং অনুশীলনেও অংশ নেন তিনি। বাংলাদেশের জার্সি পরে ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং করার সেই ছবি ভক্তদের মনে নতুন আশা জাগিয়েছে।

সম্প্রতি ওমরাহ পালন শেষে সাকিব যোগ দিয়েছেন বাংলা টাইগার্স দলে। এই দলে তার সতীর্থ হিসেবে রয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। বাংলা টাইগার্স তাদের ফেসবুক পেইজে সাকিব ও রশিদের একটি ছবি পোস্ট করে লিখেছে, “আবুধাবি টি-টেন লিগে আমাদের ট্রেনার সাকিবের সঙ্গে সাকিব আল হাসান এবং রশিদ খান।”

আগামী ২১ নভেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টি-টেন লিগ, যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ১০ ওভারের এই দ্রুতগতির টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব। ভারত সফরের পর এটি তার জন্য নতুন এক চ্যালেঞ্জ এবং ভক্তদের জন্য আনন্দের নতুন উপলক্ষ।

Exit mobile version