টেস্ট ক্রিকেট অবিশ্বাস্য এক ম্যাচ দেখলো ক্রিকেটপ্রেমীরা। ওয়েস্ট ইন্ডিজের সাবিনা পার্কে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস মাত্র ১৪.৩ বল স্থায়ী হয়েছে। ২০৪ রানের লক্ষ্যমাত্রা খেলতে নেমে মাত্র ২৭ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭৬ রানের বিশাল এ জয়ের মাঝ দিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া।
টেস্ট ইতিহাসে কোনো দলের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। এর থেকে কম রানে আউট হওয়ার ঘটনা ঘটেছে একবার। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড মাত্র ২৬ রানে অল আউট হয়েছিল।
সাবিনা পার্কে সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিন ছিল যেন মিচেল স্টার্কের জন্যই লেখা। নিজের ১০০তম টেস্ট স্মরণীয় করে রাখার সব কাজই করলেন। কেউ কল্পনা করেনি ওয়েস্ট ইন্ডিজের জন্য এমন ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ অপেক্ষা করছে। স্টার্ক প্রথম ওভারেই তুলে নেন তিনটি উইকেট-এরপরই ইতিহাস। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি গড়ে ফেলেন এই পেসার। সে সঙ্গে পূর্ণ হয় ৪০০ উইকেট শিকারের লক্ষ্য।
স্টার্কের পর মঞ্চে আবির্ভাব স্কট বোল্যান্ডের। তিনি গড়লেন আরেক কীর্তি। জাস্টিন গ্রিভ, শামার জোসেফ আর জোমেল ওয়ারিকানকে পরপর তিন বলে তুলে নিয়ে হ্যাটট্রিক করেন। ওয়েস্ট ইন্ডিজ হয়ে যায় ২৬/৯। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ড। তবে ভাগ্যক্রমে সেই লজ্জা এড়াতে সমর্থ হয় তারা। একটা মিস ফিল্ডিংয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজ আরো এক রান পেলে সেই লজ্জার হাত থেকে রেহাই পায় তারা। কিন্তু পরের বলে আবার আঘাত হানেন স্টার্ক। শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। একই সঙ্গে তৈরি হয় স্টার্কের ব্যক্তিগত সেরা বোলিং ফিগার। ৯ রানে ৬ উইকেট।
মাত্র ১৪.৩ ওভারে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। আধুনিক টেস্ট ক্রিকেটে অন্যতম সংক্ষিপ্ত ইনিংস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















