বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। আজকের ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে নিজেদের জায়গা পোক্ত করে ফেলবে অজিরা। অন্যদিকে ইংল্যান্ডের কাছে এই ম্যাচ শুধুই মর্যাদা রক্ষার।
গলফ বগি থেকে পড়ে ব্যাথা পাওয়ায় এই ম্যাচে অস্ট্রেলিয়ার জার্সিতে দেখা যাবে না দারুণ ছন্দে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকে। অন্যদিকে পারিবারিক কারণে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ায় সার্ভিস দিতে পারবেননা অলরাউন্ডার মিচেল মার্শও। এই দুইজনের পরিবর্তে মূল একাদশে ফিরেছেন ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টয়নিস। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ইংলিশরা।
ইংল্যান্ড একাদশ:
দাভিদ মালান, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, মার্ক উড ও আদিল রশিদ।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ, মার্কাস স্টয়ানিস, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।