সাবেক ভারতীয় অধিনায়ক বিষেণ সিং বেদি আর নেই

বিষেণ সিং বেদি

৭৭ বছর বয়সে মারা গেলেন সাবেক ভারতীয় অধিনায়ক বিষেণ সিং বেদি (১৯৪৬-২০২৩) । তিনি ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার ছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে বলা হয়, “ভারতের সাবেক টেস্ট অধিনায়ক এবং কালজয়ী স্পিনার বিষেণ সিং বেদির দুঃখজনক মৃত্যুতে বিসিসিআই শোক প্রকাশ করছে। এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং সমর্থকদের সাথে আমাদের প্রার্থনা আছে। তাঁর আত্মা শান্তিতে থাকুক” ।

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক্সে লিখেছেন, ‘কিংবদন্তি বিষেণ সিং বেদির মৃত্যুতে শোকাহত। বড় একজন ক্রিকেটারের বাইরে তিনি দারুণ এক ব্যক্তি ছিলেন, তরুণ ক্রিকেটারদের সহায়তা করতে বরাবরই এগিয়ে আসতেন।’

ভারতকে ২২টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া ছোট ক্যারিয়ারে ৬৭টি টেস্ট এবং ১০টি একদিনের ম্যাচ খেলেছেন বেদি। ১৯৭৯ সালে অবসর নেয়ার আগ পর্যন্ত ২৬৬টি টেস্ট উইকেট নিয়েছেন তিনি। বাঁহাতি এই স্পিনার অবসরে যাওয়ার সময় টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।

Exit mobile version