গুয়াহাটিতে ভারতের লজ্জার হার – মার্করামের ৯ ক্যাচে নতুন বিশ্বরেকর্ড

গুয়াহাটিতে ভারতের লজ্জার হার

গুয়াহাটিতে ভারতের লজ্জার হার

ভারতকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি টেস্টের শেষ দিনে ভারতের ব্যাটাররা দক্ষিণ আফ্রিকার বোলারদের ঝড়ে ভেঙে পড়লেন। গুয়াহাটিতে ভারতের লজ্জার হার । ৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪০ রানে অলআউট হয় স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে দুই টেস্টের সিরিজে ভারতকে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারাল সফরকারীরা। পাশাপাশি ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ও তারা নিশ্চিত করল। এই টেস্টেই এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্বরেকর্ড করলেন মার্করাম। এই টেস্টে তিনি একাই নেন ৯টি ক্যাচ!

সিরিজের এই ইতিহাসে নিজের নাম অমর করে দিলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডার এইডেন মার্করাম। ভারতের দুই ইনিংস মিলিয়ে তিনি মোট ৯টি ক্যাচ নেন, যা এক টেস্টে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার নতুন বিশ্বরেকর্ড। এর আগে এই কীর্তি ভারতের আজিঙ্কা রাহানের দখলে ছিল, যিনি ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি ক্যাচ করেছিলেন।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও শক্তিশালী ছিল। প্রথম ইনিংসে্র ২৮৮ রানের লিডে থেকে দ্বিতীয় ইনিংসে নতুন করে ২৬০ রান যোগ করে নিজেদের ইনিংস ঘোষণা করে তারা। ভারতের সামনে দাঁড়ায় ৫৪৯ রানের বিশাল লক্ষ্য। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারত সাইমন হারমার, কেশভ মাহারাজ ও সেনুরান মুথুসামির তোপের মুখে পড়তে বাধ্য হয়। সাইমন হারমার ৬ উইকেট নেন, কেশভ মাহারাজ ২ উইকেট নেন এবং মুথুসামি ও মার্কো ইয়ানসেন একটি করে উইকেট নেন। ভারতের ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ৫৪ রানে সর্বোচ্চ চেষ্টা করলেও দলের বাকি ব্যাটিং অলআউট হয়ে যায়।

মার্করামের এই অসাধারণ ফিল্ডিং পুরো ম্যাচে প্রতিটি ধাপে নজর কাড়ে। ভারতের দুই ইনিংসের উইকেটগুলোর মধ্যে ৯টি উইকেটেই তার অবদান আছে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার এই জয়ের মধ্য দিয়ে প্রোটিয়ারা শুধু সিরিজই জিতল না, নতুন রেকর্ডও স্থাপন করল।

Exit mobile version